Home - PageNavi (show/hide)

hide

Breaking News

চিত্রনায়িকা মৌসুমীর ছাদকৃষি

চিত্রনায়িকা মৌসুমীর ছাদকৃষি ====================== ঘর হচ্ছে মানুষের সুখের ঠিকানা। একজন মানুষের কর্মজীবন বা বাইরের জীবনের শক্তিটুকু আসে ঘর থেকে। সাধারণত যারা শিল্প ও সৃজনশীল জগতের মানুষ তাদের রুচি ও শিল্পচিন্তার ছাপ থেকে যায় ঘরে। আর আজকের দিনে ঘর থেকেই সবুজের গভীর আবেশ মাখেন সৃষ্টিশীল মানুষ। প্রিয়দর্শনী চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানির জীবনও তাই। চলচ্চিত্রের পর্দায় নায়িকা মৌসুমীকে দেখা গেছে আত্মঅহংকারী ধনীর দুলালী, মেধাবী ছাত্রী কিংবা প্রত্যয়ী প্রেমিকা চরিত্রে। বাস্তব জীবনে নায়ক ওমর সানীর সঙ্গে ঘর বেঁধে সাজিয়েছেন সুখের সংসার। এ খবর সকলের জানা। কিন্তু মৌসুমীর চরিত্রের ভিন্ন এক বৈশিষ্ট্য আবিষ্কার করেছি আমি। চলচ্চিত্র অভিনয় ও নির্মাণের পাশাপাশি মৌসুমীর রয়েছে কৃষির প্রতি আগ্রহ, সবুজের প্রতি টান। মৌসুমী রীতিমত একজন ছাদকৃষক! তার বাড়ির বারান্দা ও ছাদ শোভিত ফুল-ফল-ফসলে। আজ আপনাদের নিয়ে যাবো চিত্রনায়িকা মৌসুমীর ছাদকৃষিতে। 
দেখুন ভিডিও তে  by shykh seraj

1 টি মন্তব্য: