Home - PageNavi (show/hide)

hide

Breaking News

মন ধরবি যদি পারি

মন ধরবি যদি পারি



মন তুই ধরবি যদি পাড়ি
ওজন করে জিনিষ ভরে দেশে চল মন-বেপারি।

এনেছিলে রত্ন সোনা, বেপার করিতে দোনা
হারাইলে চৌদ্দ আনা এসে মায়াপুরী
ছয় ডাকাইতে সঙ্গে থেকে করে গেল চুরি
নেশার ঝোকে মত্ত হইয়া দেখাইলেরে বাহাদুরি।

একশত পঁচিশের ওজন দিয়েছিল সাই মহাজন
বিকাইতেছ ষাইটে এখন হইয়ারে সংসারী,
হিসাব ছাড়া মাপ দিলে তুই হাতে রেখে দাঁড়ি
পেয়াদা এসে করবে বন্ধন গলেতে লাগাইয়া দড়ি।

রূপগঞ্জের বাজারে এসে, দিন গেল তোর লোভের আশে
অসময়ে গুরুর নামটি এই সে লজ্জায় মরি,
কৃপা করে দেয় যদি সে দুটো চরণ তরী-
জালাল উদ্দীন যেতে পারবে কাটিয়া তার মায়াবেড়ি।

#জালাল_গীতি

কোন মন্তব্য নেই